অদ্য ১৭.০৫.২০১৭ তারিখ রোজ বুধবার সকাল ১১.৩০ এ মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আউটসোর্সিং এর মাধ্যমে আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মীর্জা আলী আশরাফ, প্রকল্প পরিচালক (উপসচিব), আইসিটি ডিভিশন ও লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। এতে রির্সোসপার্সন গণ আউটসোর্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান এর সু্যোগ সৃষ্টি করার জন্য প্রশিক্ষনার্থীদের উদ্ধুদ্ধ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আতিকুর রহমান, উপপরিচালক স্থানীয় সরকার জনাব খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রুস্তম আলি, ইউএনও সদর জনাব মোঃ ইয়ারুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রির্সোসপার্সন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সাংবাদিকবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS