মাগুরায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ঘোষিত ওষুধ বিক্রি ও মজুত রাখার অপরাধে তিন ফামের্সী মালিককে তিন হাজার করে মোট নয় হাজার টাকা জরিমানা ও অপর দুটিকে সতর্ক করা হয়েঠেছ।
রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৫টা পয়ন্ত মাগুরা জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ড্রাগ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃত ফার্মেসী গুলি যথাক্রমে জেলা শহরের কলেজপাড়ার কানন ফার্মেসী, নতুন বাজারের এশিয়া ফার্মেসী ও ঘোষ ফামের্সী। কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ, দীপক কুমার শর্মা এবং ড্রাগ সুপার নাজমুল হাসান, এসব ফার্মেসীতে মানব দেহের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ ঘোষিত কিছু বিদেশী মেডিসিন পাওয়া গেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস