Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা পুলিশ মাগুরা (ডিবি) ৯৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার করেছে আজ
বিস্তারিত

 

 

 অদ্য ২৯/০৩/২০১২ তারিখসকাল০৭.০০ ঘটিকার সময়জেলা গোয়েন্দা শাখার এস আই মাহাতাবুর রহমান, এএসআই সুলতান মাহমুদ,সংগীয় ফোর্সসহ মাগুরা থানাধীন ভায়নার মোড়এলাকার বিআরটিসি কাউন্টারের সামনেহতে (মাগুরা-ঢাকা হাইওয়ে সড়ক হতে)খুলনা হতে ঢাকাগামীঈগল পরিবহন যাহার কোচ নং-ঢাকা মেট্রো ব-১৪-৩১৩৯ এর যাত্রী আসামী (১) মাজেদুর রহমান রনি (২২), পিতা- হাবিবুর রহমান, সাং-গাবতলা পাড়া, জেলা-ঝিনাইদহ, এপি/সাং-নাজিরশংকরপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর, (২) বদিয়ার রহমান (২০), পিতা- হাসানুজ্জামান, সাং-খালুয়া চান্দা আফরা, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বরে হেফাজত হতে (৫৫+৪০)= মোট ৯৫ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল (যার অনুমান মূল্য ৪৭,৫০০/- টাকা) সহ উক্ত রনি  এবং বদিয়ারকে  গ্রেফতারকরে। এ সংক্রান্তেমাগুরা থানায় মামলা রুজুরবিষয়টি প্রক্রিয়াধীন আছে।  

 

(বিঃ দ্রঃ-ছবি সংযুক্ত)     

ছবি
ডাউনলোড