Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানঃ ভ্রাম্যমান আদালত ৫ জন মাদক ব্যবসায়ী/সেবনকারীদের সাজা প্রদান করেন :
বিস্তারিত

 

 

 অদ্য ৩১/০৩/২০১২ তারিখ রাত০৮.০০ ঘটিকার সময়জেলা গোয়েন্দা শাখার এসআই/মাহাতাবুর রহমান, এএসআই/সুলতান মাহমুদ ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাগুরা পৌরসভাধীন নিজনান্দুয়ালী গ্রামের জৈনক আলী ড্রাইভার এর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা করেন। উক্ত বাড়ির উঠানে গাঁজা বিক্রয় ও সেবন কালে আসামী (১) মোঃ জাফর শেখ (৪২), পিতা-মৃতঃ ওমেদ শেখ, (২) মোক্তার (৪৫), পিতা-মৃতঃ আজিত শেখ, উভয় সাং-নিজনান্দুয়ালী, (৩) নাজির হোসেন (৪৮), পিতা আজিম উদ্দিন, সাং-নিজনা্দুয়ালী আশ্রায়নকেন্দ্র, (৪) তোফাজ্জেল হোসেন (২৭), পিতা-মৃতঃ ঈমান উদ্দিন বিশ্বাস, সাং-পারলা পঃ পাড়া, (৫) শিমুল (২৭), পিতা-আঃ মান্নান বিশ্বাস, সর্ব থানা+জেলা-মাগুরাদের হাতে-নাতে ধৃত করিয়াহয়। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জনাব তবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাগুরা তাহাদের ১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রন আইনের ১৯-১ টেবিলের ৭-ক ধারার অপরাধে প্রত্যেকের ১০ (দশ) দিন করিয়া বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ডাউনলোড
ছবি
ডাউনলোড